শিবালয়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু


 স্টাফ রিপোটার ॥
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। এ উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি গতকাল রবিবার আরিচা ঘাট অফিসে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে অভিযান উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ কবির জিন্নাহ। অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা এডভোকেট মোখছেদুর রহমান, আব্দুল বাতেন, নাসির উদ্দিন আহমেদ যাদু, তোজাম্মেল হক তোজা, রায়হান উদ্দিন টুকু, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান লিটন, আক্তার হোসেন আনন্দ, গোলাম ফারুক খান, প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন অনুষ্ঠান সঞ্চালন করে।
নবীনতর পূর্বতন