বন্দরনগরী খেরসনের প্রশাসনিক ভবন 'পুরোপুরি' রুশ নিয়ন্ত্রণে


 

 

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসনের নিয়ন্ত্রণ দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী।

খেরসনের আঞ্চলিক প্রশাসনিক ভবনটি রুশ বাহিনী সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে – এক ফেসবুকে পোস্টে জানিয়েছেন প্রাদেশিক প্রশাসনের প্রধান হেনাডলি লাহুতা।

এটিই হচ্ছে রুশ বাহিনীর দখলে চলে যাওয়া প্রথম গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর।

Post a Comment

নবীনতর পূর্বতন