ধর্মঘট প্রত্যাহার করে রেল চলাচল স্বাভাবিক করার দাবী যাত্রী কল্যাণ সমিতির


 

 ঢাকা: ১৩ এপ্রিল ২০২২, বুধবার :
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ বেতন, পেনশন ও আনুতোষিক হিসাব সংক্রান্ত জটিলতা আলাপ-আলোচনার ভিত্তিতে সুষ্ঠুভাবে সমাধান করে জরুরী ভিত্তিতে রেল ধর্মঘট প্রত্যাহার পূর্বক সারাদেশে রেল চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ১৩ এপ্রিল বুধবার সকালে গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।


তিনি বলেন, সরকার রেল পরিসেবা গণমুখী করতে লাখো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। নতুন নতুন রেল ইঞ্জিন ও কোচ আমদানী করা হচ্ছে। 

 

নতুন নতুন রেলপথ নির্মাণ, স্টেশনের আধুনিকায়নসহ রেলপথে যাতায়াতের সুযোগ সুবিধা বৃদ্ধির মধ্য দিয়ে রেলওয়ের হারানো গৌরব, ঐতিহ্য, মর্যাদা ফিরিয়ে আনতে যখন নানামুখী কর্মকান্ড চলছে, ঠিক তখনই রেলওয়ে রানিং স্টাফদের এহেন ছোটখাট সমস্যা আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধান না করে রেল ধর্মঘটের মধ্য দিয়ে রেল চলাচল বন্ধ রাখা রেলপথ মন্ত্রণালয় পরিচালনার অদুরদর্শী নেতৃত্বের পরিচয় বহন করে। 

 

তিনি জরুরী ভিত্তিতে আলাপ-আলোচনার মধ্য দিয়ে বিষয়টি সুরাহা করে সারাদেশে রেল চলাচল সচল করতে মাননীয় রেলপথ মন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

msev``vZv

‡gv. ‡gvRv‡¤§j nK ‡PŠayix

 

Post a Comment

নবীনতর পূর্বতন