মুঃ মাহবুবুল হক খান সুমন,সম্পাদক, দৈনিক খবরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ছাত্রদল নেতার বক্তব্যের প্রতিবাদে দৌলতপুর বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। শুক্রবার (২৭ মে) সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ছাত্র লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, শেখ মাহমুদ পলাশ, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কিলটন মোল্লা প্রমুখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন