শিবালয়ে এসিড নিক্ষেপকারীর গ্রেফতার দাবিতে মানববন্ধন

শিবালয়ে এসিড নিক্ষেপকারীর গ্রেফতার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
শিবালয় উপজেলার বকচর গ্রামের প্রবাসী কলিম উদ্দিনের স্ত্রী দুই সন্তানের জননী জহুরা বেগমের (৩৫) উপর এসিড নিক্ষেপকারী সিদ্দিক মিয়াকে (৩৪) অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে স্থানীয় লোকজন মানববন্ধন রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কর্মসূচীতে সর্বস্থরের কয়েকশ’ মানুষ অংশ নেয়। 


জানা গেছে, বরচর গ্রামের নছের উদ্দিনের ছেলে দু’সন্তানের জনক সিদ্দিক প্রতিবেশী কলিমের স্ত্রী জহুরাকে দীর্ঘদিন যাবৎ কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে জহুরা সাড়া না দেয়ায় ও আত্মীয়-স্বজনকে বলে দেয়ায় সিদ্দিক গত ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিয়ে বাড়িতে ঢুকে এসিড নিক্ষেপ করে। এতে জহুরার মুখ, বুকসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। লোকজন এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় হাসপাতাল ও ঢাকা নেয়। সে ঢাকা মেডিক্যাল কলেজ শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। শিবালয় থানায় মামলা দায়েরের পর সিদ্দিক পলাতক হয়ে ভিকটিমের পরিবারের সদস্যদের নানা হুমকি ধামকি দিচ্ছে। সিদ্দিকের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে জহুরার পিতা শহিদুল ইসলাম, মা রাশেদা বেগম, পুত্র সামিউল, স্থানীয় বাসিন্দা রাশেদ হোসেন, ওহাব আলী, বাদশা মিয়া, জব্বার হোসেন, আজগর মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 


শিবালয় থানার এসআই ছানোয়ার হোসেন জানান, মামলার এজাহার নামীয় একমাত্র আসামী সিদ্দিক মিয়াকে গ্রেফতারের জোড় চেষ্টা অব্যাহৃত রয়েছে। ভিকটিমের পরিবারের সদস্যদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।


Post a Comment

নবীনতর পূর্বতন