শিবালয়ে আগাম বন্যা মোকাবেলায় বিশেষ প্রস্তুতি সভা

 
                                    শিবালয়ে আগাম বন্যা মোকাবেলায় বিশেষ প্রস্তুতি সভা
 

মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
শিবালয় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আগাম বন্যা মোকাবেলায় বিশেষ প্রস্তুতি সভা ৪ অক্টোবর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।   
শিবালয় উপজেলা চেয়ামর‌্যান রেজাউর রহমান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইউএনও মো. জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা পলাশ হোসাইন, পিআইও সুদেব কুষ্ণ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মামুন, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, তেওতা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন,  উথলী ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, উলাইল ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান,  মহাদেবপুর ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান মিয়া, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল প্রমূখ বক্তব্য রাখেন। 

জানা গেছে, ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে বাংলাদেশে বন্যার সম্ভাবনা প্রস্ততি হিসেবে গুরুত্বপূর্ণ মানিকগঞ্জের পদ্মা-যমুনা তীরবর্তী শিবালয় উপজেলার চরাঞ্চলের বাসিন্দাদের দ্রুত স্থানান্তর, খাদ্য, চিকিৎসা ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন জরুরী সভার আয়োজন করে। উপজেলার তেওতা, শিবালয় ও আরুয়া ইউনিয়নের চর ও নদী তীরবর্তী প্রয়োজনে অন্তত ১৫ হাজার বাসিন্দা উদ্ধারে নদী তীরবর্তী আশ্রয় কেন্দ্র কাম স্কুল, স্পীড বোট, নৌকা, লঞ্চ-ফেরি প্রস্তুত রাখা, শুকনো খাবার-ঔষুধ সরবরাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের আগাম সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।  
এছাড়া, বৈরি আবহাওয়ায় যমুনার প্রবল ঢেউয়ে আরিচা ঘাটের পশ্চিমে ৪ অক্টোবর বুধবার দুপুরে ঘাস বোঝাই নৌকা ডুবে যায়। এতে, আহত সাত জনকেই উদ্ধার করা হয়েছে। এরা পাবনার ঢালার চর থেকে কাঁশবন কেটে শিবালয়ের মালুচী গ্রামে ফিরছিল।   


Post a Comment

নবীনতর পূর্বতন