শোক সংবাদ:
খাজা রহমত আলী
মানিকগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সুপ্রিম কোর্ট বার সদস্য, হরিরামপুর ঝিটকা খাজা রহমত আলী কলেজ প্রতিষ্ঠাতা, মালুচী রাওয়ান ইবনে রমজান স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক, বিভিন্ন গ্রন্থ প্রণেতা, গীতি-সুরকার পীর খাজা রহমত আলী (৮৯) বৃহস্পতিবার রাতে শহরস্থ বাসবভরনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি তিন পুত্র- দু’কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান। শুক্রবার ঢাকা হাইকোর্ট, মানিকগঞ্জ জজ কোর্ট, ঝিটকা কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ঢাকা জেলা ও মহানগর আইনজীবী সমিতি, মানিকগঞ্জ ও ঢাকাস্থ আইনজীবী সমিতি, যুব সমিতি, বাবুল-রিনা ফাউন্ডেশন, শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন সংগঠননেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ গভীর শোক-সমবেদনা জ্ঞাপন করেন। -প্রেস বিজ্ঞপ্তি
একটি মন্তব্য পোস্ট করুন