"আল ইনসাফ" মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বোরিং সহ টিউবওয়েল বিতরণ
মো: মিজানুর রহমান দৌলতপুর (প্রতিনিধ) মানিকগঞ্জ।
মানিকগঞ্জ জেলায় দৌলতপুর উপজেলায় "আল ইনসাফ" মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ করা হয়।
১০ই মে (শুক্রবার) দৌলতপুর উপজেলা বাগুটিয়া ইউনিয়নে বাসাইল গ্রামে খেয়া ঘাটের পাশে চরবাসী এবং অসহায় মানুষের জন্য আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে একটি টিবল বোরিং সহ ব্যবস্থা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "আল ইনসাফ" মানবিক ফাউন্ডেশন এর সভাপতি মো: মিজানুর রহমান মিন্টু মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সিনিয়র, সহ-সভাপতি মো: রেজাউল করিম রেজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ এলাকার লোকজন।
স্থায়ী বাসিন্দারা বাশার বলেন, নদী পার হয়ে আসা লোকজনের প্রাণীর তৃষ্ণা পেলে পানি পান ও ব্যবহারের সুযোগ ছিল না। অনেকেই টিউবওয়লের ব্যবস্থা করে দেওয়ার কথা বললেও কেউ বাস্তবায়ন করে নাই। "আল ইনসাফ" মানবিক ফাউন্ডেশন এ যোগাযোগ করলে তারা আমাদের বোরিং সহ টিউবওয়েলের ব্যবস্থা করে দেন।
"আল ইনসাফ"ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের কাজই হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
"আল ইনসাফ " ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা বলেন, "আল ইনসাফ " একটি মানবিক ফাউন্ডেশন সকলের পাশে থেকে আমরা কাজ করে যেতে চাই। যদি আমাদের সাথে কেউ সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে একটু কষ্ট হলেও যোগাযোগ করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন