শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ
কলেজ আন্ত:অডিটে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টার নাম
অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার
স্টাফ রিপোর্টার :
শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। কোন কোন অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে রয়েছেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা আরিচা ঘাটের অনতিদূরে অবস্থিত শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের অভিযুক্ত অধ্যক্ষ। সম্প্রতি কলেজের অভ্যন্তরিন অডিট কার্যক্রম শুরু হয়েছে।
১৩ সদস্য বিশিষ্ট অভ্যন্তরিন কমিটিতে শিবালয় প্রভাষক বুলবুল আহমেদকে আহবায়ক করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারণ বুলবুল আহমেদ শিবালয় উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পদে রয়েছেন। কমিটির অপর সদস্য ড. উত্তম কুমার সরকার দলের একই পদে রয়েছেন। ফলে, এ দুজন সদস্য কমিটিতে অন্তর্ভূক্ত থাকায় অডিট কার্যক্রম প্রভাবিত ও পক্ষপাতদুষ্ট হওয়ার আশংকা করাছেন অনেকেই।
জানা গেছে, কলেজ পরিচালনার ক্ষেত্রে উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানাবিধ কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ থাকলেও সুষ্ঠু তদন্ত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ২০১৯ সালে কলেজ হিতৈষী ব্যক্তিবর্গের দেয়া অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলায় তৎকালীন জেলা প্রশাসক এস এম ফেরদৌস পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর গত ২৩ জানুয়ারী ২০২০ তারিখে পৃথক পত্র প্রেরণ করেন। সাড়ে ৫ বছর অতিক্রান্ত হলেও তদন্ত প্রতিবেদনের নিরীক্ষে অধ্যক্ষের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া হয়নি।
অধ্যক্ষ বাসুদেব শিকদার জানান, আন্ত:অডিট অডিট কমিটিতে অন্তভূক্ত কোন সদস্য রাজনৈতিক দলের সাথে জড়িত আছে বলে আমি জানি না। জেলা প্রশাসকের দেয়া তদন্ত প্রতিবেদনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন