তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে তরুপল্লব’র বৃক্ষরোপণ ৫ অক্টোবর
স্টাফ রিপোর্টার:
জানা গেছে, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সংরক্ষণে অতি সংবেদনশীল উদ্ভিদসমূহ নির্বাচন ও রোপণের চাহিদা সারা বিশ্বজুড়ে রয়েছ। জীববৈচিত্র্য সংরক্ষণ এখন সকল দেশেরই অন্যতম লক্ষ্য। বাংলাদেশে যেসব গাছ বিপন্ন এবং দুর্লভ, ‘তরুপল্লব’ সেসব গাছ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে সংরক্ষিত স্থানে রোপণের ব্যবস্থা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এ জমিদার বাড়ি প্রাঙ্গণে আইডিএলসি’র সহযোগিতায় তরুপল্লব বৃক্ষরোপনের আয়োজন করে। এর মধ্যে উল্লেখযোগ্য গাছ হচ্ছে: সিভিট, ট্যাবেবুইয়া, হৈমন্তী, মহুয়া, দেবদারু, হিজল, রসকাউ, সুলতানচাঁপা, লোহাকাঠ, তেলসুর, কনকচূড়া, শাল, নাগেশ^র, গর্জন, জংলিবাদাম, বুদ্ধনারকেল, কইনার, দইগোটা, কাঞ্চন, দাদমর্দন, ঢাকিজাম, তেঁতুল, বইলাম, পীতরাজ, পলাশ, সোনালু, ধারমারা, আগর, উদাল, স্বর্ণচাঁপা, জারুল, কুরচি, অশোক, কুম্ভি, তেলশুর, জ্যাকারান্ডা, ডেফল ইত্যাদি।
সংগঠন সাধারণ সম্পাদক মোকারম হোসেন জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটারী কমিশন চেয়ারম্যান পাখি পর্যবেক্ষক জালাল আহমেদ, আইডিএলসি (ফাইনান্স) লেখক গোলাম শফিক, গ্রুপ চিফ ফাইনান্স অফিসার মাসুদ করিম মজুমদার, হেড অব ডিএফআর ফারহানা শারমিন, ডিজিটাল মার্কেটিং লিড খন্দকার রাগিব আনোয়ার, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর প্রমুখ উপস্থিত থাকবেন। এছাড়া, তরুপল্লব সহ-সভাপতি শাহজাহান মৃধা বেনু, নির্বাহী সদস্য সাহানাচৌধুরী, ইমাম গাজী, উর্মি লোহানী, লায়লা আহম্মদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
একটি মন্তব্য পোস্ট করুন