দৌলতপুরে মামুন ও পরিবারের উপর হামলাকারী তোফাজ্জল মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন
মো: মিজানুররহমান, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. তোফাজ্জল ও তার অনুসারিরা পূর্বশুক্রতার জেরে গত বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পরিকল্পিতভাবে মামুনসহ তার পরিবারের সদস্যদের মারপিট করে।
মামুনের পরিবার এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে । মামলা নং ৩/৯৯। মামুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি বেসরকারি হসপিটালে আইসিওতে চিকিৎসারত অবস্থায় রয়েছে।
মামুনের পরিবার ও এলাকাবাসী মো: তোফাজ্জল মাস্টারসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবিতে ২০ অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, “উলাইল মডেল উচ্চ বিদ্যালয় সরকারি শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন এক জন নারী লোভী ও বিভিন্ন অপকর্মের হোতা হিসাবে চিহ্নিত। চাকরি থেকে অব্যাহতিসহ তোফাজ্জল মাস্টারের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
একটি মন্তব্য পোস্ট করুন