
ঈদে নতুন কাপড় কিনে নিজের মনমতো পোশাক তৈরির জন্য অনেকেই ছোটেন দরজির দোকানে। তাই পবিত্র রমজান মাস শুরুর পর থেকে ধীরে ধীরে ব্যস্ততা বাড়ে দরজিবাড়িতে। ঈদুল ফিতর সামনে রেখে সিলেট নগরের বিভিন্ন দরজির দোকানে এখন চলছে পোশাক তৈরির ব্যস্ততা। সিলেট নগরের জিন্দাবাজার এলাকার শুকরিয়া মার্কেটে দরজিবাড়ির ব্যস্ততা নিয়ে ছবির গল্প
আনিস মাহমুদ
সিলেট
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২: ৪৪
১ / ৯
মাপমতো কাপড় কাটছেন কাটিং মাস্টার।
২ / ৯
কারিগরদের কাছে পৌঁছে গেছে কাটা কাপড়।
৩ / ৯
কাপড় কেটে নিচ্ছেন দরজি।
৪ / ৯
পোশাক তৈরি করছেন কারিগরেরা।
৫ / ৯
কাপড় মাপছেন কারিগর।
৬ / ৯
প্যান্ট সেলাই করছেন কারিগর।
৭ / ৯
মেশিনে সেলাই শেষ। এবার সুই-সুতা দিয়ে শার্টের বোতাম লাগানো হচ্ছে।
৮ / ৯
কাজে ব্যস্ত এক কারিগর।
৯ / ৯
ঈদ সামনে রেখে গভীর রাত পর্যন্ত পোশাক তৈরি করেন কারিগরেরা।