October 13, 2025
67d73e900993d

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছেন। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, স্বাস্থ্য, আইন, বিচার, শিক্ষা খাতকে তিনি পঙ্গু করে পালিয়ে গেছেন। হাসিনা চেয়েছিলেন দেশকে পঙ্গু করে ভারতের কাছে হস্তান্তর করবেন। বিডিআর হত্যায় শেখ হাসিনা সরাসরি জড়িত।

রোববার (১১ মার্চ) চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এলডিপির যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. অলি আহমদ বীর বিক্রম এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের সৈন্যরা এ হত্যাকাণ্ড চালিয়েছে। তার ধারাবাহিকতায় জুলাই-আগস্টের হত্যাকাণ্ডও ভারতের সৈন্যরা করেছে। দেশবাসী দেখেছে সে সৈন্যরা হত্যাকাণ্ড চালিয়ে কীভাবে পালিয়ে গেছে। এগুলো একমাত্র সম্ভব হয়েছে আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালাল আর হাসিনার আজ্ঞাবহ লোকদের কারণে।

এলডিপির চেয়ারম্যান বলেন, বর্তমানে সেসব দালালদের হাত থেকে যত দিন মুক্ত করতে পারবেন না, তত দিন দেশ এগিয়ে যাবে না। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলছি, আপনি সাহসের সঙ্গে এগিয়ে যান, আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব। আমরা ভারতের দালালমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই।

তিনি বলেন, কোনো প্রশাসন কাজ করছে না। এখনো কোনো গণহত্যাকারীর ফাঁসির আদেশ হয়নি। হাসিনার আমলে আমাদের রাজনীতিবিদদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, সেগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

চট্টগ্রাম মহানগর এলডিপির আহ্বায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *