October 13, 2025
67daa7af6c83d

ব্যস্ত সময় যাচ্ছে হামজা চৌধুরীর। এতটুকু ফুরসত পাচ্ছেন না দম ফেলার। সিলেটে ব্যস্ততার ভীড়ে দুদিন কাটিয়ে ফেরেন ঢাকায়। ঢাকায় এসেও পাচ্ছেন না থামার সুযোগ। আজ ১৯ মার্চ (বুধবার) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে।

ফটোসেশন শেষে দুপুরে কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে উপস্থিত হন সংবাদ সম্মেলনে। ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। আজ রাতে শিলংয়ের উদ্দেশে দেশ ছাড়বে দল।

ফটোসেশন ও সংবাদ সম্মেলন শেষে হামজা ছুটলেন নগর ভবনে। দেখা করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

এ সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসকে প্রশংসিত করে ক্রীড়া উপদেষ্টাকে সাধুবাদ জানান হামজা। অন্যদিকে, হামজার অন্তর্ভূক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া বলে মনে করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’

ভারতে যাওয়ার আগে দেশে আজ শেষ অনুশীলন করবে বাংলাদেশ দল। সন্ধ্যা ৭টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে দলের সঙ্গে প্রথমবার যোগ দেবেন হামজা। হামজার অনুশীলন দেখতে পারবেন সাধারণ দর্শকরা। তবে, তাদের কিনতে হবে টিকিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *