October 13, 2025
67e15c1843a46

বাংলাদেশের ক্রিকেটে দুশ্চিন্তার ছায়া, দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ মার্চ (সোমবার) সকালে প্রিমিয়ার লিগের এক ম্যাচে নামার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুইবার হৃদরোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এনজিওগ্রামের মাধ্যমে হার্টে রিং পরান।

তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেট বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকের সাথে ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও তামিমের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে তামিম ইকবালের ট্রেডমার্ক স্টাইলে! প্রার্থনা রইল, দ্রুত সুস্থ হও।’

এদিকে, তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ম্যাচের আগে তিনি হালকা বুকের ব্যথা অনুভব করলেও গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ওষুধ খান। কিন্তু পরে অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে এবং চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করেন।

বর্তমানে তামিমকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশ থেকে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন ক্রিকেটার ও ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *