October 13, 2025
Screenshot 2025-03-26 230313

অ্যাপল কম্পিউটারের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম কম্পিউটার ‘অ্যাপল–১’–এর নিলাম হয়েছে বহুবার। অ্যাপলের শুরুর দিকে তৈরি হওয়ায় এই মডেলের কম্পিউটার স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যাও কম নয়। আর তাই এবার অ্যাপল-১ কম্পিউটার নিলামে ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা ধরে)।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশনের তথ্যমতে, ‘স্টিভ জবস অ্যান্ড অ্যাপল রেভল্যুশন অকশন’ নামের এ নিলাম কার্যক্রমে অ্যাপল-১ কম্পিউটারসহ অ্যাপলের তৈরি বিরল এবং ঐতিহাসিক বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি করা হয়েছে। পণ্যগুলোর মধ্যে অ্যাপল-১ কম্পিউটার রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে।

উল্লেখ্য, চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন অ্যাপল-১ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কি-বোর্ড আলাদা করে যুক্ত করে ব্যবহার করতে হয় কম্পিউটারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *