October 13, 2025
67e51ff331a2f

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম ‘গোল’। ওই তালিকায় শীর্ষে আছে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আর্জেন্টিনা। র‌্যাঙ্কিংয়ে শক্ত অবস্থানে আছে স্পেন, জার্মানি ও ফ্রান্স। তবে ব্রাজিল ও বেলজিয়াম তলানিতে চলে গেছে। এমনকি বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া জাপানেরও পেছনে আছে সেলেসাওরা।

২০২২ কাতার বিশ্বকাপের এক বছর আগে থেকেই অসাধারণ ফুটবল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কৌশলে, পারফরম্যান্সে অনন্য কোচ লিওনেল স্ক্যালনির দল। এই সময়ে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছে লা আলবিসেলেস্তেরা। তাই পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনাকে শীর্ষে না রেখে উপায় নেই।

তারুণ্য নির্ভর দল নিয়ে আর্জেন্টিনার মতো ভালো ফুটবল খেলছে স্পেন। সবশেষ ইউরোর শিরোপাজয়ী দলটি বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আছে তালিকার দুই নম্বরে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে ফুটবলের প্রাচুর্য ও কৌশলগত দিক থেকে ভালো হওয়ায় স্পেন ইউরোপের শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। লামিনে ইয়ামাল, পেদ্রি, গাভির মতো পরীক্ষিত তরুণরাই এখন সম্মুখ সারির নেতা।

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জয়ের পর জার্মানির ফুটবল উল্টো রথে ছুটেছে। ২০১৮ ও ২০২২ পরপর দুই বিশ্বকাপে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি জার্মানরা। তবে সর্বশেষ ইউরো দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে জার্মানি। তরুণ জামাল মুসিয়াল ও ফ্লোরিয়ান উইর্টজের মতো ফুটবলার নতুন দিনের আশা দিচ্ছে। জার্মানি র‌্যাঙ্কিংয়ে তিনে জায়গা করে নিয়েছে।

চারে আছে পরপর দুই বিশ্বকাপের ফাইনালে খেলা ফ্রান্স। তারকা ও বড় মঞ্চের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফ্রান্সকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। র‌্যাঙ্কিংয়ে পাঁচে ইংল্যান্ড ও ছয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ইতালি সর্বশেষ দুই বিশ্বকাপে জায়গা পায়নি। তবে ২০২৬ বিশ্বকাপের র‌্যাঙ্কিংয়ে সাতে আছে তারা। আটে নেদারল্যান্ডস ও নয়ে জাপানকে রাখা হয়েছে।

আগামী বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে দশে আছে ব্রাজিল। যদিও দলটির সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো নয়। তবে দলটা ব্রাজিল বলেই হয়তো তাদের সেরা দশে রাখা হয়েছে। দারুণ সব ফুটবলার থাকায় এবং পাঁচটি বিশ্বকাপ থাকায় ব্রাজিলকে র‌্যাঙ্কিং থেকে বাদ দেওয়ার দুঃসাহস দেখানোও কঠিন। বেলজিয়াম পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আছে ১১তম অবস্থানে। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্রকে রাখা হয়েছে র‌্যাঙ্কিংয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *