October 12, 2025
67e685fa8c4ac

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রমজান মাসে মুসলিমদের সম্মানে প্রথম ইফতার পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ২৭ মার্চ (বৃহস্পতিবার) হোয়াইট হাউসে এই পার্টির আয়োজন করা হয়। খবর আনাদোলু এজেন্সির।

এ সময় ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ আমেরিকান মুসলিম তাকে সমর্থন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, মুসলিম সম্প্রদায় নভেম্বরে আমাদের জন্য ছিল। যারা আমাকে সমর্থন করেছেন তাদেরকে আমি হ্যালো বলতে চাই।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মুসলিম সম্প্রদায়ের কাছে আমার প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কূটনীতি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, মুসলিমরা রমজান মাসে প্রতিদিন পরিবারের সাথে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইফতারের মাধ্যমে তাদের রোজা ভঙ্গ করে। আজ আমারও এই রীতি পালন করে ইফতার করবো।

যুক্তরাষ্ট্রের মুসলিমরা ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দিয়ে থাকলেও গত প্রেসিডেন্ট নির্বাচনে তারা ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন। এর মূল কারণ ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতি সমর্থনের কারণে ব্যাপক অসন্তোষ।

ট্রাম্প বারবার নির্বাচনী প্রচারণায় সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে সম্মত না হয়ে ইসরাইল ফের গাজায় হামলা শুরু করেছে।

চলতি মাসে যুদ্ধবিরতি ভেঙে হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ট্রাম্প এ সময় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। দেশটিকে বিলিয়ন ডলার নতুন সামরিক সহায়তা সরবরাহ করতে চান। তিনি বিতর্কিতভাবে গাজার মালিকানা নেওয়ার এবং সেখানে বসবাসকারী প্রায় ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার প্রস্তাবও করেছেন।

বৃহস্পতিবার রাতের ইফতারে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকদের পাশাপাশি দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া সিনেটর লিন্ডসে গ্রাহাম, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড, উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি বিশেষ দূত মরগান অর্টাগাস ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *