October 13, 2025
67e7fe38f32ce

সম্পর্কে থাকলে তার প্রতিটা মুহূর্ত উপভোগ করে নেওয়া উচিত, এমনটাই মনে করেন বলিউড অভিনেতা বিজয় ভার্মা। কিছুদিন আগেই অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তার সম্পর্কে ইতি টেনেছেন।

সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সম্পর্কের নানা দিক নিয়ে হালকা মেজাজে আড্ডা দিতে দেখা গেল অভিনেতাকে। জীবনের নানা বাধা সামলেও কীভাবে হাসিখুশি থাকা যায় তা নিয়ে বলতেও শোনা গেল বিজয়কে।

সম্পর্ক কেমন হওয়া উচিত? এমন প্রশ্নের জবাবে আইসক্রিমের সঙ্গে তুলনা টানলেন অভিনেতা। জানালেন, সম্পর্ক তার কাছে আইসক্রিমের নানা ফ্লেভারের মতো। কখনও মিষ্টি, কখনও বা নোনতা স্বাদ মিশে থাকে তাতে।

বিজয়ের মতে, চলার পথে যা আসবে সবকিছুই মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে। প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু উপভোগ করার রয়েছে।

প্রসঙ্গত, তামান্নার সঙ্গে বিজয়ের সম্পর্ক যে এখন অতীত তা চলতি মাসের শুরুতেই খবরের শিরোনামে ছিল। যদিও দু’জনের কেউই অবশ্য সরাসরি সেই খবরে শিলমোহরে দেননি। সূত্রের খবর, তাদের মধ্যে আর কিছুই আগের মতো নেই। বরং সম্পর্ক থেকে সসম্মানে বেরিয়ে এসেছেন এই জুটি।

বলিউডের অভ্যন্তরে জোর জল্পনা, তামান্না এবং বিজয় আগেই বিচ্ছেদ মেনে নিয়ে নিজেদের জীবনে এগিয়ে গেলেও ভালো বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দু’জনেই আপাতত নিজেদের ব্যস্ত জীবনে মনোনিবেশ করেছেন।

২০২৩-এর বর্ষবরণের আগের পার্টিতে প্রথম বিজয়-তামান্নাকে একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন রটে, তারা ডেট করছেন একে অপরকে। তারপর বহু জায়গায় তাদের একসঙ্গে দেখাও গেছে। ‘লাস্ট স্টোরি ২’-এর প্রমোশনের সময় তারা প্রকাশ্যে আনেন সম্পর্কের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *