October 13, 2025
67ebd54514905

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সবসময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। এদিকে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হলেও ঈদুল ফিতর উপলক্ষে ক্যানোলা পরা হাতেই মেহেদী রংয়ে ‘বিশেষ মানুষ’র নামের আদ্যাক্ষর লিখেছেন অভিনেত্রী।

ঈদের দিন ৩১ মার্চ (সোমবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি আপলোড করেন পরী। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে ক্যানোলা। অসুস্থ হলেও ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে হাতে পরেছেন মেহেদী। এই ছবিকে ঘিরে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন।

যদিও প্রেম বিয়ে নিয়ে বরাবরই অকপটে ছিলেন পরী। কখনোই কোনো লুকোছাপা করেননি। তবে এবার যেন কিছুটা সাবধানী এই অভিনেত্রী। প্রেমে পড়লেও প্রেমিককে সামনে আনতে বড্ড অনীহা তার।

তবুও আকার ইঙ্গিতে নানাভাবেই নিজের প্রিয় মানুষকে নিয়ে কথা বলছেন পরী। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসেও দিচ্ছেন ভালোবাসার বার্তা। সেসব দেখেই নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রীর প্রেমিকের খোঁজে।

পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, ক্যানোলা পরা মেহেদী রাঙা হাতে ‘এস’ লেখা রয়েছে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’

যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর। ভক্তরা সেই ছবি শেয়ার করে লিখছেন, ‘লুকিয়ে লুকিয়ে পরীমণি আর শেখ সাদী প্রেম করছে কিন্তু বাঙালি সেটা এবার ধরে ফেলেছে।’ আরেকজনের কথায়, ‘ছবি শেয়ার করে সাদীর নামের প্রথম অক্ষর লিখেছে, আমরা সব বুঝি।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *