October 13, 2025
67ed106bf266b

ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত দু’টি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘বরবাদ’, অন্যটি ‘অন্তরাত্মা’। সবাই ভেবেছিলো এবারের ঈদে মোট পাঁচটি সিনেমা মুক্তি পাবে। কিন্তু হঠাৎ করেই সেই দৌঁড়ে সামিল হয় ‘অন্তরাত্মা।

২০২১ সালের মার্চে শেষ হয় যেই সিনেমার শুটিং। শাকিব খান ও কলকাতার অভিনেত্রীর দর্শনা বণিককে নিয়ে এটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। ২০২২ সালে মুক্তি কথা থাকলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। এরপর আর ‘অন্তরাত্মা’র মুক্তির বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলা যায়।

তবে ‘বরবাদ’ নিয়ে শাকিব যতোটা প্রচারণা চালিয়েছেন, ‘অন্তরাত্মা’ নিয়ে কোনও ধরণের প্রচারণা চালাননি তিনি। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

তবে ঈদের তৃতীয় দিনেই স্টার সিনেপ্লেক্সে ছবিটির কোনো প্রদর্শনী নেই। ২ এপ্রিল (বুধবার) সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।

ঈদ ঘিরে দুটি সিনেমার প্রযোজকই আশায় বুক বেঁধেছিলেন। তবে শাকিব-ভক্তরা বেছে নিয়েছেন বড় বাজেটের ‘বরবাদ’, অন্যদিকে ব্যবসায়িক খরায় ধুঁকছে ‘অন্তরাত্মা’। মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় সিনেমাটি, সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না এটি।

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে।’ এ তালিকায় আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি, প্রদর্শনী বেড়েছে এ সিনেমার।

‘অন্তরাত্মা’র গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *