October 13, 2025
31546

পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগ নিতে দলের জ্যেষ্ঠ নেতা আজম স্বাতীকে নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত মঙ্গলবার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গত মঙ্গলবার আইনজীবী ও দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনীর সঙ্গে আলোচনার বিষয়টি তাঁর মুক্তির জন্য নয়, বরং তা পাকিস্তানের স্বার্থের জন্য।

এ বিষয়ে জ্ঞাত সূত্র জানিয়েছে, ইমরানের সঙ্গে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা সাক্ষাৎ করতে আসেন। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে সংলাপের দরজা তিনি কখনো বন্ধ করে দেননি। তবে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর দল বর্তমান সরকারের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে। কারণ, বর্তমান সরকার সত্যিকারের কর্তৃপক্ষ নয়।

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান, সিনেটর আলী জাফর, আইনজীবী জহির আব্বাস, মুবাশ্বর আওয়ান ও আলী ইমরান। ওই সাক্ষাতের সময় সিনেটর জাফর স্বাতীর সাম্প্রতিক একটি ভিডিও বিবৃতির বিষয়ে ইমরানের প্রতিক্রিয়া জানতে চান। ওই ভিডিওতে স্বাতী দাবি করেন, ইমরান খান তাঁকে সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি তিনি গোপন রাখতে বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *