
দেশের জনগণ এবং ডেমোক্র্যাটদের চাপে পড়েই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন বলে দাবি করেছেন সেনেট মাইনোরিটি লিডার চাক শুমার। বুধবার ক্যাপিটলে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এখনো বেশ কিছু ক্ষতিকর শুল্ক চালু আছে, তাই ডেমোক্র্যাটরা ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
দেশের জনগণ এবং ডেমোক্র্যাটদের চাপে পড়েই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন বলে দাবি করেছেন সেনেট মাইনোরিটি লিডার চাক শুমার। বুধবার ক্যাপিটলে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এখনো বেশ কিছু ক্ষতিকর শুল্ক চালু আছে, তাই ডেমোক্র্যাটরা ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এছাড়া, দেশের অর্থনীতি বাঁচাতে শুল্ক স্থগিত করার সিদ্ধান্তকে যৌক্তিক পদক্ষেপ আখ্যায়িত করেছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের আচরণ দেশে “চরম বিশৃংখলা” তৈরি করছে বলে মন্তব্য করেন সেনেট মাইনোরিটি লিডার চাক শুমার। সংবাদ সম্মেলনে সতর্ক করে শুমার বলেন, ট্রাম্পের উপদেষ্টারা নিজেদের মধ্যে প্রকাশ্যে বাকযুদ্ধ করছে, এই ধরণের অনিশ্চয়তা ও বিশৃংখলার মধ্যে দেশ চলতে পারে না।
চাক শুমার দাবি করেন, দেশের জনগণ এবং ডেমোক্র্যাটদের চাপে পড়েই প্রেসিডেন্ট ট্রাম্প চায়না বাদে প্রায় সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। এখনও বেশ কিছু ক্ষতিকর শুল্ক চালু আছে, তাই ডেমোক্র্যাটরা ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে জানান সেনেট মাইনোরিটি লিডার।
এদিকে, শুল্ক স্থগিত করা প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না বলেন, শেষ পর্যন্ত শুভবুদ্ধির জয় হয়েছে। পাল্টা শুল্ক ঘোষণা করে ট্রাম্প প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল, তাই ৯০ দিনের এই স্থগিতাদেশ দেশের অর্থনীতি বাঁচাতে যৌক্তিক একটি পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের হঠাৎ এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ মনে করছেন দেশের জনগণের উচিৎ প্রেসিডেন্টের ওপর আরেকটু ভরসা রাখা। আবার অনেকে বলছেন, স্বল্প আয়ের মানুষের জন্য শুল্ক একটা অতিরিক্ত বোঝা ছাড়া কিছু নয়।