October 12, 2025
BASKHALI-67f9ff976bac4

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চট্টগ্রামে বাঁশখালী উপজেলা থেকে এক তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আদিব (২৫) উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আদিবকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়।

এনএসআইয়ের বরাতে পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে এমন সংবাদে এনএসআইয়ের একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। একপর্যায়ে তারা আদিবের সন্ধান পায়।

এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *