October 13, 2025
Litton-Das-(1)-67fa0436a1403

পাকিস্তান সুপার লিগে এখনও অভিষেকই হয়নি লিটন দাসের। আজ মাঠে নামার সম্ভাবনা ছিল তার। তবে তার আগেই পিএসএল মিশন শেষ হয়ে গেছে তার।

আঙুলে চোট পেয়েছেন লিটন। যার ফলে এবারের পিএসএল যাত্রা শেষ হয়ে গেছে তার।

তার চোটের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম আমি। কিন্তু সর্বশক্তিমানের পরিকল্পনায় অন্য কিছুই ছিল। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।

‘স্ক্যানের পর জানতে পেরেছি একটা হেয়ারলাইন ফ্র্যাকচার আছে। সেরে উঠতে অন্তত ২ সপ্তাহ লাগবে। আর সে কারণে পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেল আমার।’

‘আমি বাংলাদেশে ফিরে আসছি। আর দ্রুত সেরে উঠতে আপনাদের প্রার্থনা ও ভালোবাসা চাই।’

৩০ বছর বয়সী লিটন এর আগে এলপিএল, আইপিএল ও সিপিএলে খেলেছেন। তবে পিএসএলে যাত্রা এবারই প্রথম হয়েছিল তার।

করাচির হয়ে খেলতে বিসিবির কাছ পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্রও পেয়ে গিয়েছিলেন। তবে তার পথ আগলে দাঁড়াল চোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *