October 12, 2025
Mbappe-1

আইসল্যান্ডের বিপক্ষে গোল করে ফ্রান্সের ইতিহাসে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৯২ ম্যাচে ৫২ গোল করে ফরাসিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্বকাপ কোয়ালিফাইয়ের লড়াইয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স।

এদিন ম্যাচের ৪৫ মিনিটে দুর্দান্ত পেনাল্টি কিকে গোল করে কিংবদন্তি থিয়েরি অঁরিকে ছাড়িয়ে ফ্রান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক হন এই ফরাসী স্ট্রাইকার। অপরদিকে ৫৭ গোল করে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখনো অলিভার জিরুর দখলে।

এদিন ঘুরে দাঁড়িয়ে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *