October 13, 2025

৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে শেষে হবে দুপুর বারোটায়।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন।

এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উক্ত পরীক্ষার হলভিত্তিক আসনবিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *