October 13, 2025
68d3797dac228

নিউজার্সি স্টেটে আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী  কংগ্রেসওম‍্যান মিকি শেরিলের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে সিটির একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সমাবেশ সঞ্চালনা করেন সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কলিম শাহবাজ। সমাবেশে নিউআর্ক সিটির মেয়র রাস বারাকা অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নির্বাচনী সমাবেশে মিসেস মিকি শেরিল নিউজার্সি স্টেটের অধিবাসীদের সার্বিক কল্যাণে তাঁর মিশন ও ভিশন উপস্থিত সুধীজনদের সামনে তুলে ধরেন। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস ওঠাসহ জনজীবনে যে দুর্ভোগ নেমে এসেছে তা থেকে পরিত্রাণের লক্ষ্যে স্টেটের আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

নির্বাচনী সমাবেশে আটলানটিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিলের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীদের  সবাইকে ‘বি’ কলামে ও স্কুল বোর্ডে ১,২,৩ নম্বরে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

নির্বাচনী সমাবেশে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীসহ ডেমোক্র্যাট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ও ডেমোক্র‍্যাট দলীয় কর্মী, সমর্থকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *