October 13, 2025
trump-erdogan-(1)-68d64e8476858

আঞ্চলিক এবং বৈশ্বিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে একজন সম্মানিত নেতা হিসেবে প্রশংসা করেছেন। তুরস্ককে ট্রাম্প ন্যাটো মিত্র হিসেবেও বিশেষভাবে তুলে ধরেছেন।

ট্রাম্প এরদোগানকে ‘শক্ত’ এবং ‘স্পষ্ট ধারণার’ নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি দারুণ কাজ করছেন। বিশেষভাবে সিরিয়ার পরিস্থিতিতে এরদোগানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এরদোগান সিরিয়ার সমস্যা সমাধান করেছেন। এটি তুরস্কের জন্য একটি বড় জয় এবং আমি চাই তাকে এই কৃতিত্ব দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *