October 12, 2025
68d62c10aa1be

বিশ্বব্যাপী কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও মেসেঞ্জারে অতিরিক্ত সুরক্ষাসহ তথাকথিত ‘কিশোর অ্যাকাউন্ট’ সক্রিয় করছে মেটা। এর আগে প্রধান ইংরেজিভাষী দেশগুলোতে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। খবর এএফপির।
ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, তারা ইতোমধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জার জুড়ে লাখ লাখ কিশোর-কিশোরীকে এই ‘টিন অ্যাকাউন্টের’ আওতায় এনেছে। এখন ফেসবুক ও মেসেঞ্জারের জন্য তা বিশ্বব্যাপী বিস্তৃত করা হচ্ছে।
মেটার কিশোর অ্যাকাউন্টগুলো ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যা নিম্নলিখিত সুবিধাগুলো প্রদান করবে—
অতিরিক্ত সুরক্ষা সেটিংস, বিষয়বস্তু সীমাবদ্ধতা, পিতামাতার নিয়ন্ত্রণ।

এই নতুন ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবেই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাবা-মায়েরা নিশ্চিত হতে পারেন যে তাদের সন্তানেরা অনলাইনে সুরক্ষিত আছে। এর মাধ্যমে বাচ্চারা কার সঙ্গে কথা বলছে বা কী দেখছে, তা সীমাবদ্ধ করা যাবে। তারা যেন উপযোগী কন্টেন্টে সময় দেয়, সেটা নিশ্চিত করা যাবে।

উল্লেখ্য, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য পিতামাতার সম্মতি ছাড়া এই সুরক্ষার সীমা অপসারণ করা যাবে না।
এই ‘কিশোর অ্যাকাউন্ট’ ব্যবস্থাটি গত বছর প্রথম ইনস্টাগ্রামে চালু করা হয়েছিল। কোম্পানিটি এপ্রিলে জানায়, তারা এটিকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ব্রিটেনে ফেসবুক এবং মেসেঞ্জারেও প্রসারিত করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়টি বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। বলা হচ্ছে, অল্পবয়সীরা কিছু প্ল্যাটফর্মে স্ক্রিনের দিকে অতিরিক্ত সময় কাটাচ্ছে ও তাদের মধ্যে সংযমের অভাব দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *