October 13, 2025
68d632af6f6a2

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ সুবিধা যুক্ত হয়েছে, যা আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে পাচ্ছেন। এই সুবিধার মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলের আপডেট বার্তাও সরাসরি অনুবাদ করা যাবে।
কোনো বার্তা অনুবাদ করতে হলে ব্যবহারকারীকে সেটির ওপর আঙুল চেপে ধরে রাখতে হবে, এরপর প্রদর্শিত মেনু থেকে ‘ট্রান্সলেট’ অপশন নির্বাচন করে প্রয়োজনীয় ভাষা বেছে নিতে হবে।

প্রথম ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রুশ এবং আরবি—এই ছয়টি ভাষার অনুবাদের সুবিধা চালু করা হয়েছে। অন্যদিকে আইফোন ব্যবহারকারীরা শুরু থেকেই ১৯টির বেশি ভাষায় বার্তা অনুবাদ করার সুযোগ পাচ্ছেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করারও সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ নতুন নয়, এর আগে অন্যান্য মেসেজিং অ্যাপে এই সুবিধা চালু হয়েছে। প্রায় এক দশক আগে গুগলও অ্যান্ড্রয়েডে তাদের ‘ট্যাপ টু ট্রান্সলেট’ ফিচারের প্রদর্শনীতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিল।
তবে বিশ্বের বৃহত্তম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এই সুবিধা যুক্ত হওয়ায় ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ এখন আরও সহজ হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, তারা ধীরে ধীরে আরও নতুন ভাষাকে তাদের অনুবাদ-সুবিধার আওতায় আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *