October 13, 2025
68d8016bb66e6

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। যারা জান্নাতের টিকেট বিক্রি করতে চাইছে, তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা চলবে না। ২৭ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। দলটির রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লীতে। একাত্তরের চেতনা ব্যবসা দেশের মানুষ ধারণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে। এ সময় মানুষ এখন ভাষণ আর শোষনের রাজনীতি পছন্দ করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। এরিমধ্যে বিচার শুরু হয়েছে। আগামীতে ট্রাইব্যনাল, প্রসিকিউশন ও তদন্ত দল বাড়ানো হবে।

বিএনপির এই নেতা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। এ সময় মানুষ এখন ভাষণ আর শোষনের রাজনীতি পছন্দ করে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সোচ্চার থেকে গুজবের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *