October 13, 2025
68d920908a93c

গুঞ্জনটা কয়েক দিন ধরেই চলছিল। আফগানিস্তানের বিপক্ষেও লিটন দাসকে না পাওয়া যেতে পারে। আজ সেটাই বাস্তবে প্রমাণিত হলো। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না লিটন।

বাংলাদেশের অধিনায়ক পাঁজরের চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে রাখেনি বিসিবি। এশিয়া কাপের সর্বশেষ দুই ম্যাচেও ছিলেন না উইকেটরক্ষক-ব্যাটার। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। লিটনের চোটের বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেনি তিনি (দাস)।

এমআরআই স্ক্যানে জানা গেছে, বাঁ পাশের পেটের মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এবং টি-টোয়েন্টি সিরিজটিতে খেলতে পারবে না। মেডিক্যাল টিম তার পুনর্বাসন তদারকি এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে।’ লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে সৌম্য সরকারের।

বাংলাদেশি অধিনায়কের বদলে তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এতে করে ৯ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে ম্যাচ খেলেছেন। আর সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ভারতের বিপক্ষে দুবাইয়ে ওয়ানডে।

এশিয়া কাপে খেলা বাকি ক্রিকেটাররা আছেন আফগানিস্তান সিরিজে। সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম ম্যাচ ২ অক্টোবর। আর বাকি দুটি ৩ ও ৫ অক্টোবর। সব ম্যাচ শারজায়।

বাংলাদেশ দল : জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোাহম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *