October 13, 2025
68d924e071667

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, তিনি মার্কিন সেনাদের সহিংসতায় উসকানি দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, পেত্রোর অসাবধানী ও উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য তার ভিসা বাতিল করা হচ্ছে।
পেত্রো নিউইউয়র্কে শুক্রবার ফিলিস্তিনপন্থী এক সমাবেশে যোগ দেন। সেখানে তিনি মার্কিন ও ইসরায়েলি সেনাদের অনুরোধ জানান, তারা যেন গাজায় গণহত্যায় সমর্থন না দেন। সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিলিত সামরিক শক্তির চেয়েও বড় একটি বাহিনী যেন গাজায় পাঠানো হয়।

ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে পেত্রো বলেন, নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভেটোর পর কূটনীতি শেষ হয়ে গেছে। মানব ইতিহাস দেখিয়ে দেয়, কূটনীতি শেষ হলে লড়াইয়ের অন্য স্তরে যেতে হয়। গাজায় যা হচ্ছে তা একটি গণহত্যা। একে অন্য কোনো নামে ডাকার দরকার নেই। এর লক্ষ্য ফিলিস্তিনি জনগণকে শেষ করে দেওয়া।

শনিবার এক্সে দেওয়া পোস্টে পেত্রো নিশ্চিত করেন, তার ভিসা বাতিল করা হয়েছে। ওই পোস্টে তিনি যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা আন্তর্জাতিক আইন আর মানছে না।

তিনি বলেন, মার্কিন সরকার আমার সঙ্গে যা করছে, তা জাতিসংঘ ও সাধারণ পরিষদের ওপর প্রতিষ্ঠিত সুরক্ষা (ইমিউনিটি) সংক্রান্ত সব নিয়ম ভেঙে দিচ্ছে। সরকারপ্রধানদের সাধারণ পরিষদে অংশগ্রহণের সম্পূর্ণ সুরক্ষা (ইমিউনিটি) রয়েছে, এবং মার্কিন সরকার তা তাদের যুক্তরাষ্ট্র সম্পর্কে মতের সঙ্গে যুক্ত করতে পারবে না।

কদিন আগেই পেত্রো হোয়াইট হাউসের কড়া সমালোচনা করেন। গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে এক পৃথক ভাষণে তিনি ইসরায়েলের গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *