October 12, 2025
68d9218778ed0

তামিলনাড়ুর করুরে বিজয় থালাপাতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু ও প্রায় ১০০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা-রাজনীতিক বিজয়। নিহতদের পরিবারের জন্য তিনি ২০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ ৩৮ করে দেয়ার ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে আহতদের জন্য ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার দেবেন।

এনডিটিভি থেকে জানা যায়, বিজয় থালাপতি তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তায় লিখেছেন, আমার হৃদয়ের বেদনা প্রকাশের মতো ভাষা নেই। যাদের স্নেহ ও ভালোবাসা আমি অনুভব করেছি, তাদের মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে। এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং পরিবারের একজন সদস্যের মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করছি।

তিনি আরও লিখেছেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তবু পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই অর্থ কোনোভাবেই সেই অপূরণীয় ক্ষতির সমান নয়, তবে এটি আমার কর্তব্য। বিজয় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আমাদের দলের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সৃষ্টিকর্তার কৃপায় আমরা যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারি।

তবে এই ট্র্যাজেডির পরও বিজয় এখনও পর্যন্ত সমাবেশে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। অভিযোগ উঠেছে, তার নির্বাচনী প্রচারের এ সভায় হঠাৎ রোডশো ও পুলিশের শর্ত ভঙ্গের ঘটনা ঘটে। এদিকে তামিলনাড়ু সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ও আহতদের ১ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিজনদের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) প্রায় ২৭ হাজার মানুষ করুরের ওই সমাবেশে উপস্থিত হয়েছিলেন, যদিও আয়োজকদের প্রাথমিক অনুমান ছিল প্রায় ১০ হাজার জনের। বিজয়ের সাত ঘণ্টা দেরিতে পৌঁছানোয় ভিড়ের চাপ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত পদদলিতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, যথেষ্ট খাবার ও পানির ব্যবস্থা ছিল না।

তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অব পুলিশ জি ভেঙ্কটরামন স্বীকার করেছেন, এত বড় সমাবেশে মাত্র ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল, যা নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ঘাটতির ইঙ্গিত দেয়। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইতিমধ্যেই করুরে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *