October 13, 2025
68d8fdd592e65

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানায় পরিচালিত অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, মুদ্রা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এসব প্রমাণের মাধ্যমে তার বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর (রবিবার) সামা টিভি এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, এর আগেও একই ধরনের অভিযানে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছিল। তারা মূলত ধর্মীয় দাওয়াত বা তাবলিগের উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়ে পরে জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিল। এতে আবারও প্রমাণিত হলো, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদেরও সম্পৃক্ততা আছে।

শনিবার পরিচালিত এ অভিযানে পাকিস্তানি বাহিনী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত ১৭ সন্ত্রাসীকে হত্যা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুল্লা নাজির গ্রুপের অবস্থান শনাক্ত করার পর সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে অভিযান চালায়।

দুদিনব্যাপী এ অভিযানে পাহাড়ি দুর্গম এলাকায় সন্ত্রাসীদের ঘেরাও করা হয়। তীব্র বন্দুকযুদ্ধ শেষে ১৭ জন নিহত হয় এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়। সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *