October 13, 2025
trump-portland-68d8adb3e69f1

ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। খবর সিএনএনের।

ট্রাম্প বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে আমি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিচ্ছি। সেখানে আমাদের আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিচ্ছি।’

সংবাদমাধ্যম সিএনএন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের সঙ্গে সর্বশক্তি প্রয়োগ বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন সেটি জানতে যোগাযোগ করেছিল। তবে হোয়াইট হাউজ কোনো জবাব দেয়নি।

ওরেগন অঙ্গরাজ্যের সিনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ড মেয়র কেইথ উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটার এবং সিটি কাউন্সিল মেম্বাররা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়। এরপরই সাধারণ মানুষের উদ্দেশে এ বার্তা দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *