October 13, 2025
68d8ef52e031f

এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ রাতে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর (রবিবার) সুপার সানডের মেগা ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।বাংলাদেশ ভ্রমণ

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অপরদিকে, ২০১২ সালে সবশেষ এশিয়া কাপ জিতেছিল পাকিস্তান। মেন ইন ব্লু’রা চাইবে ব্যাক টু ব্যাক শিরোপা। পাকিস্তানের নজর থাকবে যুগের আক্ষেপ মেটানো।

১৯৮৪ সালে যাত্রা শুরুর পর এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে দেখা হচ্ছে দু’দলের। শুধু ফরম্যাট বিবেচনায় ভারত-পাকিস্তানের প্রথম শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল জোহানেসবার্গে ২০০৭ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। যেখানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

সার্বিক পরিসংখ্যানের বিবেচনায় টি-টোয়েন্টিতে ১৫ বার মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে ১২ বারই জিতেছে ভারত। সবশেষ চার টি–টোয়েন্টিতেই হেরেছে পাকিস্তান।

চলতি আসরে টানা ৬ ম্যাচ জিতে এবারের এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং, সব বিভাগেই অন্যদের চেয়ে একধাপ এগিয়ে টিম ইন্ডিয়া।

অন্যদিকে, পাকিস্তান দল মানেই অনিশ্চয়তা আর বিস্ময়। বাংলাদেশের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে ফাইনালে ওঠা তার বড় উদাহরণ। ফাইনালের আগে বড় শটের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে সালমান আঘার দল। চাপ সামলে নিজেদের সেরাটা দিতে চায় তারা।বাংলাদেশ ভ্রমণ

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত দুই দেখায় দু’বারই ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। তবুও ভারত-পাকিস্তান মহারণ সবসময় আলাদা উন্মাদনা যোগায়। দুবাইয়ের এই ফাইনাল মহারণের জন্যও অপেক্ষা করছে কোটি কোটি ক্রিকেট ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *