October 13, 2025
68de7e09a8d7d

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা অধিকারকর্মীদের আটকের পর উচ্চ-নিরাপত্তার ‘কেটজিওট’ কারাগারে রাখতে পারে ইসরায়েল। এই কারাগারটি ‘কঠোর’ ব্যবস্থার জন্য পরিচিত।

বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের একজন ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ এমনটাই মনে করেন।

শাটজ বলেন, ৫০০ কর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে। কেটজিওট একটি উচ্চ-নিরাপত্তা কেন্দ্র, যেখানে সাধারণত অভিবাসন বন্দীদের রাখা হয় না।

শ্যাটজ বলেন, কর্মীদের সেখানে আটকে রাখা হতে পারে কারণ, শত শত লোককে সামলানো ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে কঠিন হবে। তবে কেটজিওট কারাগার কঠোর অবস্থার জন্য পরিচিত।

ইসরায়েলি অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ফ্লোটিলা অংশগ্রহণকারীদের দীর্ঘক্ষণ আটকে রাখা উচিত।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ বলেছে, ‘গম্ভীর উদ্বেগ রয়েছে যে, কর্মীদের সঙ্গে পূর্ববর্তী ফ্লোটিলা মিশনের তুলনায় আরও কঠোর আচরণ করা হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *