October 13, 2025
sarjis-68e0b5061e693

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বক্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক পেশাদারিত্ব নিয়ে গভীর প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করে তিনি বলেছেন, ‘আইনগত বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও’ শাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে ইসি ‘স্বেচ্ছাচারিতা’ করছে।

তার মতে, স্বাধীন একটি প্রতিষ্ঠান এভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না এবং এটি ইসি কর্তৃক একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে।

এনসিপি এই প্রতীক পেতে আইনগত ও প্রয়োজনে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *