October 13, 2025
68e1fc0e5077a

ইউক্রেনে রাশিয়ার নতুন বিমান হামলার পর নিজেদের আকাশসীমা সুরক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পোল্যান্ড ও ন্যাটো মিত্রবাহিনী। আজ ৫ অক্টােবর (রবিবার) পোলিশ সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশে পোল্যান্ড ও মিত্র দেশগুলোর যুদ্ধবিমান টহল দিচ্ছে এবং স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। খবর আল জাজিরার।

সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপগুলো সম্পূর্ণ প্রতিরোধমূলক, যা আকাশসীমা সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে, বিশেষত সীমান্তবর্তী এলাকায়। রাশিয়ার আক্রমণের প্রেক্ষাপটে ন্যাটো সাম্প্রতিক সময়ে আঞ্চলিক আকাশ টহল জোরদার করেছে।

পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। রবিবার ভোরে ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি হয়। ইউক্রেনীয় বিমানবাহিনী সতর্ক করে দেয়, রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

রবিবার লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর পুনরায় চালু করা হয়, কারণ তাদের আকাশসীমায় একাধিক বেলুন দেখা গিয়েছিল।

সম্প্রতি জার্মানি, ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরগুলোও অজ্ঞাত ড্রোনের কারণে ফ্লাইট স্থগিত করেছে। এদিকে রোমানিয়া ও এস্তোনিয়া রাশিয়াকে দোষারোপ করলেও মস্কো অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *