October 13, 2025
tvc

বিক্ষোভ-সহিংসতায় আবারও উত্তাল জর্জিয়া। শনিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ার চেষ্টা করে আন্দোলনকারীরা।

এদিন, স্থানীয় নির্বাচন ঘিরে তুঙ্গে পৌঁছায় উত্তেজনা। নির্বাচন বয়কট করে, ক্ষমতাসীন রুশপন্থি জর্জিয়ান ড্রিম বা জিডি পার্টির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় প্রধান দুই বিরোধী দল। রাজপথে নামে শত শত মানুষ।

মিছিল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী বাধা দিলে ছড়ায় তুমুল সংঘর্ষ। ব্যারিকেড ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। মারমুখী হয়ে ওঠে সশস্ত্র দাঙ্গা পুলিশ।

পিপার স্প্রে, জলকামান ব্যবহার করে ঠেকানো হয় আন্দোলনকারীদের। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দাবিতে গত বছর থেকে আন্দোলন চলছে জর্জিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *