October 13, 2025
68e1fe2cf313a

বিশ্বব্যাপী জনমত জরিপের জন্য পরিচিত ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্যালাপের নতুন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতি আমেরিকানদের আস্থা রেকর্ড পরিমাণ কমে গেছে। দশ জনের মধ্যে তিন জনেরও কম এখন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর আস্থা রাখছেন।

সেপ্টেম্বর মাসে ১ হাজার প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, মাত্র ২৮% লোক সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর ওপর ‘ন্যায্য পরিমাণে’ আস্থা প্রকাশ করেছেন। গত বছর এক সময়ে এই সংখ্যা ৩১% ছিল। এটি পাঁচ বছর আগে ৪০% এবং ১৯৭০-এর দশকে প্রায় ৭০% ছিল।

জরিপে আরও দেখা গেছে, ৩৬% লোক ‘খুব বেশি নয়’ – এমন আস্থা প্রকাশ করেছেন। ৩৪% বলেছেন, তাদের ‘একদমই আস্থা নেই’।

জরিপে প্রথমবারের মতো রিপাবলিকানদের মধ্যে আস্থা একক অঙ্কে নেমে এসেছে, অর্থাৎ মাত্র ৮%। তবে ডেমোক্র্যাটদের মধ্যে ৫১% মিডিয়ার রিপোর্টিংয়ে বিশ্বাস করেন।

হার্ভার্ড কেনেডি স্কুলের এক গবেষণায় দেখা গেছে, ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম ১০০ দিন ব্যাপকভাবে নেতিবাচক কভারেজ পেয়েছেন।

তবে মার্কিন মিডিয়া রিসার্চ সেন্টার অনুমান করেছে, এবিসি, এনবিসি এবং সিবিএস নিউজে ট্রাম্পের সম্পর্কে ৯০% এরও বেশি প্রতিকূল সংবাদ প্রচারিত হয়েছে।

চলতি বছর ক্ষমতায় বসার ১০০তম দিনে ট্রাম্প প্রশাসন ‘১০০ দিন প্রতারণা’ শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে প্রধান সংবাদমাধ্যমগুলোকে ‘একগুঁয়েমি এবং মিথ্যার এক অবিরাম বন্যা’ ছড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ৪৮টি প্রতিবেদনকে মিথ্যা বলে তালিকাভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *