October 13, 2025
Home-pic

দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরও পূজা ভালো হয়েছে। সব চক্রান্ত নস্যাৎ করা হয়েছে বলেও মন্তব্য তার।

রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ৭৯৩টির বেশি মন্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছিল। ভারতে দুর্গাপূজায় অসুরের মুখ প্রধান উপদেষ্টা ড. ইউনূসর আদলে দেয়াও এর অংশ। এটা একই সূত্রে গাঁথা ছিল।

জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে। অসুরের মুখে দাড়ি লাগানো নিয়ে তদন্ত চলছে।

এসময় খাগড়াছড়ির ঘটনায় ভারতকে দায়ী করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ভারতের পরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের জবাব দেননি। তিনি বলেন, এ ক্ষেত্রে সাংবাদিকরা ভালো জানেন। এসময় দেশপ্রেমিক হিসেবে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানতে চান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *