October 13, 2025
68e3c08a0aaef

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক আইনজীবীর বিরুদ্ধে। ৬ অক্টোবর (সোমবার) এ ঘটনার পরই দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে ছুটে যায়।

এনডিটিভি জানিয়েছে, জুতাটি বিচারকের বেঞ্চে পৌঁছায়নি। বয়স্ক ওই আইনজীবীকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে।

আদালত কক্ষের বিস্ময়কর ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেন, ‘আমিই শেষ ব্যক্তি যিনি এই ধরণের ঘটনায় আক্রান্ত।’ এটি বলে তিনি পুনরায় বিচারিক কার্যক্রম চালিয়ে যান।

পুলিশের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাকেশ কিশোর নামে পরিচিত এই আইনজীবী বেলা ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে তার ‘স্পোর্টস জুতা’ বের করে গাভাইয়ের দিকে ছুঁড়ে মারেন। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে তুলে নিয়ে যায় এবং কোর্টের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নিবন্ধিত সদস্য।

আদালত থেকে বের করে আনার সময় আইনজীবী বলছিলেন, ‘ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।’

প্রাথমিক তদন্তে জানা যায়, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের দাবিতে করা একটি আবেদনের সাম্প্রতিক শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্যে আইনজীবী অসন্তুষ্ট ছিলেন। প্রধান বিচারপতি গাভাই অটল ছিলেন এবং আইনজীবীদের বিচারকাজ চালিয়ে যেতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *