October 13, 2025
68e343bf6c324

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে পড়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ জন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রতিষ্ঠান ন্যাশনাল সার্চ অ্যানড রেসকিউ এজেন্সির (বাসারনাস) দেওয়া বিবৃতির মাধ্যমে জানা গেছে এ তথ্য। খবর আনাদোলু এজেন্সির।

বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও রবিবার সন্ধ্যার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। এখন পর্যন্ত নিখোঁজ আছে ১৮ জন।

ব্রিফিংয়ে ব্রামান্তিও আরও জানিয়েছেন, ভবনটির ৬০ শতাংশ ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলা হয়েছে। তবে স্কুলভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ধসে গেছে। ফলে স্কুলচত্বর ও তার সংলগ্ন এলাকায় ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে এবং নিখোঁজদের বেশিরভাগই স্কুলভবন সংলগ্ন ভবনটির।

স্কুলটির কয়েক জন শিক্ষক বলেছেন, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য স্কুলটির ছাদে নির্মাণকাজ চলছিল, অর্থাৎ স্কুলটির উপরে নতুন তলা তৈরির কাজ চলছিল। কিন্তু তলা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ভিত্তি বা ফাউন্ডেশন যে স্কুলটির নেই— তা আমলে নেয়নি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *