October 12, 2025
68e4f1dd3a1b9

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের পর দায়িত্ব নিয়ে প্রথম দিনের কর্মদিবস ছিল ৭ অক্টোবর (মঙ্গলবার)। এদিন বোর্ডে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। এদিনই বণ্টন করে দেয়া হয় বিভিন্ন কমিটির দায়িত্ব।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম। এর আগের বোর্ডেও তিনি একই দায়িত্বে ছিলেন। ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব গেছে নাজমুল ইসলামের কাঁধে। ডিসিপ্লিনারি কমিটির দেখভালের দায়িত্বে ফাইজুর রহমান। ইশতিয়াক সাদেক দেখবেন গেম ডেভেলপমেন্ট। বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন আসিফ আকবর। তাকে দেয়া হয়েছে এইজ গ্রুপের দায়িত্ব। গ্রাউন্ডসের দায়িত্বে থাকবেন- আমিনুল ইসলাম বুলবুল।

এছাড়া ফ্যাসিলিটিস শাহনিয়ান তানিম ও আম্পায়ারস কমিটি দেখবেন আগেরবারও দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। উইমেন্স উইং দেখবেন আব্দুর রাজ্জাক আর সিসিডিএম এর দায়িত্বে আদনান রহমান দীপন।

হাই পারফরম্যান্সের দায়িত্ব সামলাবেন নতুন বোর্ডে আসা খালেদ মাসুদ পাইলট। বাংলা টাইগার্সের দায়িত্বে রাহাত শামস। এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিল থাকবে আমিনুল ইসলাম বুলবুলের এখতিয়ারে।

আপাতত কোনো কমিটির দায়িত্বে নেই ফারুক আহমেদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *