October 12, 2025
tbn24-20251011000634-1319-tbn24-20250714005209-651-tbn24-20250627221549-1654-tbn24-20250625034106-9169-Mamdani and cuomo

জরিপে এখনও ভালো ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছেন ডেমোক্র্যাটিক প্রাইমারি জয়ী জোরান মামদানি।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস সরে যাওয়ার পর সমর্থন বাড়ছে আরেক প্রার্থী সাবেক গভর্নর এন্ড্রিউ কুওমোর।

নির্বাচনি লড়াই থেকে অ্যাডামস সরে যাওয়ার ১০ দিন পর প্রকাশিত প্রথম জরিপে এ তথ্য পাওয়া গেছে।

জরিপে এখনও ভালো ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছেন ডেমোক্র্যাটিক প্রাইমারি জয়ী জোরান মামদানি।

কুওমোর জনপ্রিয়তা যখন ৩৩ শতাংশ, মামদানি সেখানে এগিয়ে আছেন ৪৬ শতাংশের সমর্থন নিয়ে।

বর্তমান নগরপিতা নির্বাচনি দৌড় থেকে পিছু হটলে অনেকটাই নিশ্চিত হয়ে আসে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী। মূল লড়াই হতে যাচ্ছে ডেমোক্র্যাটিক প্রার্থীর মামদানির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী কুওমোর।

গেল মাসে প্রকাশিত জরিপে মামদানি ৪৫ শতাংশ, কুওমো ২৩ শতাংশ, রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিজ স্লিওয়া ১৫ শতাংশ এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামসের সমর্থন ছিল ১২ শতাংশ।

১০ দিন আগে এরিক অ্যাডামস সরে যাওয়ার পর কুইনিপিয়াক ইউনিভার্সিটি প্রকাশিত জরিপে আগের তুলনায় বেশ এগিয়ে গেছেন কুওমো।

১০ শতাংশ এগিয়ে তার জনপ্রিয়তা এখন ৩৩ শতাংশ। মামদানি ৪৬ শতাংশ জনপ্রিয়তা নিয়ে এখনও শীর্ষে আছেন।

জরিপ প্রকাশের পর কুওমোর ক্যাম্পেইন এক বিবৃতিতে জানিয়েছে, পথ এখন স্পষ্ট। আগামী নির্বাচন হতে যাচ্ছে মূলত দুই ব্যক্তির প্রতিযোগিতা। ফান্ডরাইজিং, এনডোর্সমেন্ট, ভলান্টিয়ার এবং মোমেন্টাম তৈরির মধ্য দিয়ে সামনের এক মাসে অনেক কিছুই বদলে যাবে।

সর্বশেষ জরিপ প্রতিবেদন অনুযায়ী, জয়ের ব্যাপারে মামদানির সমর্থকরা ৯০ শতাংশ এবং কুওমোর সমর্থকরা ৬৯ শতাংশ আত্মবিশ্বাসী, তবে অভিজ্ঞতার দিক থেকে মেয়র পদের জন্য যোগ্যতা বিবেচনায় মামদানিকে পেছনে ফেলেছেন কুওমো। তার সমর্থন যেখানে ৭৩ শতাংশ, সেখানে মামদানির সমর্থন মাত্র ৩৯ শতাংশ।

যদিও টিবিএন টোয়েন্টিফোর নিউজ নেটওয়ার্ককে জোরান মামদানি বলছেন, সব জরিপে পিছিয়ে থেকেই তিনি প্রাইমারিতে নির্বাচন করেছিলেন, কিন্তু কুওমোকে তিনি শেষ পর্যন্ত ১৩ পয়েন্ট হারিয়েছেন।

কোন জরিপে বিশ্বাস না করেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মামদানি সতর্ক করেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, তার জয় কেড়ে নেওয়ার জন্য তত বেশি ষড়যন্ত্র এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হবে।

এখন পর্যন্ত ২ মিলিয়ন ৩২৯ হাজার ৪৬৩ ডলার তহবিল সংগ্রহ করেছেন কুওমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *