October 12, 2025
68ea3e2c31980

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশস্থলে পুলিশের জলকামান থেকে রঙিন পানি নিক্ষেপ করা হয়।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পানি ছোড়া হয় জলকামান থেকেও।

আজ ‎১১ অক্টোবর (শনিবার) বিকেল ৩টা ৪০ মিনিটে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় পথচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আতঙ্কিত মানুষের অনেকে ছোটাছুটি করতে থাকেন।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ করে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পুলিশকে বারবার অনুরোধ করার পরও তারা সম্মেলন করতে দেয়নি বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে। সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছি।’

ডিসি মাসুদ আলম আরও বলেন, ‘তারা যদি ছোটো করে সমাবেশ করতো তাও কথা ছিল। হুট করে রাস্তা বন্ধ করে মঞ্চ বানিয়ে অনেকগুলো চেয়ার বিছিয়ে তারা বড় সমাবেশ করছিল না জানিয়ে। এর মধ্যে আবার দুইটা গ্রুপ। তাই সাউন্ড গ্রেন্ডেড নিক্ষেপ করা হয়েছে সরে যেতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *