October 12, 2025
68ea79c917b41

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের শীষকে টেনে মন্তব্য করা অমূলক বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১১ অক্টোবর (শনিবার) দুপুরে গাজীপুর মহানগরের রাজবাড়ি মাঠে দলটির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শাপলা একটি জাতীয় প্রতীক। এটির প্রতি মানুষের আলাদা শ্রদ্ধাবোধ রয়েছে। তবুও এই প্রতীক চায় এনসিপি। দলটি তাদের দলীয় বক্তব্য দিতেই পারে। কিন্তু এর সঙ্গে ধানের শীষ প্রতীককে কেন নিয়ে আসা হচ্ছে। এটি ৪৭ বছরের আগের প্রতীক।

রিজভী আরও বলেন, নির্বাচন নিয়ে কেউ বাধা বা বিভাজন সৃষ্টি করতে চাইলে, তা কারও জন্যই শুভ হবে না। বিভিন্ন অপরাধ বা সমাজবিরুদ্ধ কাজে জড়িতরা কখনোই বিএনপির সদস্য হতে পারবে না।

এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলাইবিলে পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *